1. admim@mystiqueapi.com : admim :
  2. protidinerkantho@gmail.com : দৈনিক গ্রামের কণ্ঠ : দৈনিক গ্রামের কণ্ঠ
  3. : wp_update-1716554041 :
  4. : wpcron1de0bfd3 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগিতায় মনিরামপুরের স্বর্ন ও তাম্র পদক অর্জন

কণ্ঠ ডেস্ক
  • আপডেটের সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ কারাতে অর্গানাইজেশন আয়োজনে ও বাংলাদেশ মার্শালআর্ট কনফেডারেশনের সহযোগিতায় চতুর্থ ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ও ১৪ জানুয়ারি যশোরে জিমনেশিয়ামে অনুষ্ঠিত কারাত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান ও জাপানের মোট সাড়ে ৩শতাধিক খেলোয়াড়। মনিরাপুর থেকে বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইনস্টিটিউট মনিরামপুর এর প্রধান প্রশিক্ষক সেন্সি কে. এম. রাশেদুল ইসলাম সজলের নেতৃত্বে ৫ জন খেলোড়ার প্রতিযোগিতায় অংশগ্রহনসহ কারাত কুমিতে ইভেন্টে ২টি স্বর্ন ও ৩ টি তাম্র পদক অর্জন করে। স্বর্ন পদক প্রাপ্তরা হলো শিশু বিভাগের সংগ্রাম মন্ডল ও ক্যাডেট বিভাগের মোঃ লাবিব হাসান এবং তাম্র পদক প্রাপ্তরা হলো শিশু বিভাগের মুজাহিদ আল ইহান, জুনিয়র বিভাগে মোঃ মাসুদুর রহমান ও সিনিয়র বিভাগে এম এ জুবায়ের। পদক বিজয়ীদেরকে ফুলের মালা ও ট্রফি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি কাজী টিটো, সহ-সভাপতি শামীমা রুনা, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সজল, রাজগঞ্জ কারাতে প্রশিক্ষক মো কামরুজ্জামানসহ অভিভাবকবৃন্দ।

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 LatestNews
Developed by: JIT SOLUTION