1. admim@mystiqueapi.com : admim :
  2. protidinerkantho@gmail.com : দৈনিক গ্রামের কণ্ঠ : দৈনিক গ্রামের কণ্ঠ
  3. : wp_update-1716554041 :
  4. : wpcron1de0bfd3 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে মিম-বুবলী

কণ্ঠ ডেস্ক
  • আপডেটের সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

দেশের সব থেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট বলা হয় বঙ্গবাজারকে। ঈদকে কেন্দ্র করে রোজা শুরুর পর থেকেই ধীরে ধীরে জমে ওঠে এ মার্কেটের ব্যবসা। এ বছরও জমতে শুরু করেছিল বঙ্গবাজারের কেনাবেচা। কিন্তু হঠাৎ লাগা আগুন সব কেড়ে নিয়েছে ব্যবসায়ীদের। ক্ষতি হয়েছে শত কোটি টাকার পণ্য। অনেকে কোটিপতি থেকে অগ্নিকা-ের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন। নিজের সামর্থের মধ্যে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় মানুষেরা। কণ্ঠশিল্পী, অভিনেতা তাহসানের পর এবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও শবনম বুবলী। এই দুই নায়িকার মহতী এই কাজের বিষয়টি জানিয়েছে একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দ। বিদ্যানন্দের পেজ থেকে বুধবার রাতে মিমের সহায়তার বিষয়টি জানানো হয়। আর বৃহস্পতিবার দুপুরে চিত্রনায়িকা শবনম বুবলীর সহায়তার কথা উল্লেখ করা। মিমের সহায়তার বিষয়টি জানিয়ে বিদ্যান্দ জানিয়েছে,‘চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছেন ১০০ কাপড়ের দামে! জামাটি স্পর্শ করলেন যতœ নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।’ একইভাবে বুবলীর সহায়তার বিষয়টি উল্লেখ করে বিদ্যানন্দ জানায়, ‘চিত্রনায়িকা বুবলী কিনেছেন বঙ্গবাজারে আগুনে পোড়া কাপড়!’ তিনি বলেন, ‘নিজের সামর্থ্যরে মধ্যে এসব মানুষের পাশে থাকতে পেরে খুব ভালো লাগছে। কারণ এই মানুষগুলো খুব সাধারণ। আগামীতেও আমি তাদের পাশে থাকার চেষ্টা করবো।’ তারকাদের মধ্যে এরআগে তাহসান ছাড়াও লাখ টাকায় একটি পোড়া প্যান্ট কিনেছেন জনপ্রিয় ইউটিউবার রাফসান দ্য ছোট ভাই। বিদ্যানন্দ জানায়, তারা নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। একটি পোস্টে তারা জানায়, আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 LatestNews
Developed by: JIT SOLUTION