1. admim@mystiqueapi.com : admim :
  2. protidinerkantho@gmail.com : দৈনিক গ্রামের কণ্ঠ : দৈনিক গ্রামের কণ্ঠ
  3. : wp_update-1716554041 :
  4. : wpcron1de0bfd3 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

ঝিকরগাছার শংকরপুরে সিক্স-সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নাজিম উদ্দীন জনি
  • আপডেটের সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছা কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং কাবের আয়োজনে সিক্স-সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারী) সকালে স্থানীয় কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সিক্সসাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের মাধ্যমে শুরু হয়।

উক্ত খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঝিকরগাছা ক্রিকেট একাদশ। ৮ দলের অংশগ্রহনে দিনভর এ ক্রিকেট খেলায় ফাইনালে নওয়াপাড়া টু ব্রাদাস ক্রিকেট একাদশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।প্রতিপক্ষ ঝিকরগাছা ক্রিকেট একাদশ ব্যাটিং করতে এসে নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৪রান সংগ্রহ করে। দলের পক্ষে সুমন ৫৩ রান করেন।জবাবে নওয়াপাড়া টু ব্রাদাস ক্রিকেট একাদশ ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে।ফলে ঝিকরগাছা ক্রিকেট একাদশ ৫ রানে জয় পায়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার একটি ফ্রিজ তুলে দেন ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গোবিন্দ চন্দ্র চ্যাটার্জি।

কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং কাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এ সময় অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন , দেশের প্রথম ব্যাট কোম্পানি এমকেএস স্পোটসের কর্নধর আবুল কালাম আজাদ, টুর্নামেন্ট আয়োজক কমিটির আব্দুর রহিম পশারী, নাজমুস সায়াদ, সাবেক ইউপি সদস্য আহসান হাবীব,২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান, কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং ক্লাবের সভাপতি আসাদুল আলম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক লাল্টু, সাংবাদিক আবু সাঈদ, আব্দুল জলিল, জয়নাল আবেদীন প্রমুখ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ঝিকরগাছা ক্রিকেট একাদশের হাফিজ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নওয়াপাড়া টু ব্রাদাস ক্রিকেট একাদশের সুমন নির্বাচিত হয়েছেন।

ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার সাজেদুল করিম তপু ও জাহাঙ্গীর কবির। ধারা ভাষ্যকর ছিলেন ডাঃ আবু রায়হান রাজ ও মহাশিন আলী।

 

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 LatestNews
Developed by: JIT SOLUTION