1. admim@mystiqueapi.com : admim :
  2. protidinerkantho@gmail.com : দৈনিক গ্রামের কণ্ঠ : দৈনিক গ্রামের কণ্ঠ
  3. : wp_update-1716554041 :
  4. : wpcron1de0bfd3 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

”ক্ষুদে ডাক্তাররা” শিক্ষার্থীদের দিলেন কৃমিনাশক

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • আপডেটের সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

যশোরের ঝিকরগাছায় উৎসবমুখর পরিবেশে ”ক্ষুদে ডাক্তাররা” শিক্ষার্থীদের খাওয়ালেন কৃমিনাশক ঔষধ। এ কাজ করেতে পেরে ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ” ক্ষুদে ডাক্তার ” শিক্ষার্থীরা বেশ খুশি হয়েছে। অপরদিকে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী ” ক্ষুদে ডাক্তারদের” হাতে ঔষধ খেতে পেরে সহপাঠীরাও বেশ আনন্দ উপভোগ করেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জলি খাতুন জানিয়েছেন, ৮-১৪ অক্টোবর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক সোমবার উক্ত বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থীকে কৃমিনাশক ঔষধ সেবন করানো হয়। তাদের এ কাজের সহযোগিতার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থী ক্ষুদে ডাক্তারদের আগেই প্রস্তুত করে রাখা হয়েছিল। ছোট ছোট শিক্ষার্থীদের ” ক্ষুদে ডাক্তার” আন্তরিকতায় স্বাস্থ্য বিভাগসহ বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী সন্তোষ প্রকাশ করছেন।

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 LatestNews
Developed by: JIT SOLUTION