1. admim@mystiqueapi.com : admim :
  2. protidinerkantho@gmail.com : দৈনিক গ্রামের কণ্ঠ : দৈনিক গ্রামের কণ্ঠ
  3. : wp_update-1716554041 :
  4. : wpcron1de0bfd3 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

খেলাধুলা করা শরীরচর্চা আনন্দ লাভের বড়ো একটি মাধ্যম: এস এম ইয়াকুব আলী 

ইকরাম হোসেন
  • আপডেটের সময় রবিবার, ২৮ মে, ২০২৩
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য (খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী বলেছেন, আমাদের মনে রাখতে হবে, খেলাধুলা করা শরীরচর্চা ও আনন্দ লাভের বড়ো একটি মাধ্যম । সুন্দর ও সুস্থ জীবন গঠনে খেলাধুলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । ব্যক্তি জীবন ,পারিবারিক ও সামাজিক জীবন , এমনকি জাতীয় জীবনে সফলতা লাভের পেছনে কাজ করে সুস্থ ও সুঠাম দেহ ।তিনি আরো বলেন, এই সুস্থ দেহ গঠনের জন্য শরীরচর্চা বা খেলাধুলা অপরিহার্য। দেশব্যাপী অনুষ্ঠিত হয় বিভিন্ন রকম খেলাধুলা । দেওয়া হয় ছোট-বড় অনেক রকম পুরস্কার । ‘আমরা জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে স্বাধীনতা অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। সব সময় এটা মাথায় রাখতে হবে। খেলার মাঠেও মাথায় রাখতে হবে যে যুদ্ধে জয় করেছি, খেলায়ও জয়ী হবো।’‘এই চিন্তা নিয়ে সবাইকে চলতে হবে। তাহলেই সাফল্য আসবে। কারণ, মনোবল এবং আত্মবিশ্বাস একান্তভাবে দরকার।রোববার (২৮ মে) সিটি প্লাজা কনফারেন্স রুমে মাস্টার্স কাপ সিক্স এ সাইড ফুটবল টুর্নামেন্টের দল চিত্রা ক্যাপিটালসের  খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ফুটবলার মোহাম্মদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ফুটবলার মান্না দে লিটু। দলের খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ খান, আব্দুর রাজ্জাক, হারন চন্দ্র দে, ছোটো জামাল,  সনাতন রায় বর্ডার, রফিক, নাজমুল হাসান নজু, রাকিবুল ইসলাম মামুন, রফিকুল ইসলাম ফান্টা, প্রশিক্ষক নাজমুল হুদা পনি প্রমুখ।এ সময় প্রধান অতিথি এস এম ইয়াকুব আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে খেলোয়াড়দের জার্সি, ট্যাকশুট-ট্রাউজার, টিশার্টসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী দেয়া হয়। জেলা ক্রীড়া সংস্থার ফুটবল পরিষদের আয়োজনে ও সোনালী অতীত ক্লাব যশোরের আয়োজনে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।  চলতি মাসের ২৯ তারিখে খেলা শুরু হওয়ার কথা। তবে বৃষ্টির কারণে খেলা ২/১ দিন পেছাতে পারে বলে জানান আয়োজকরা।
এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 LatestNews
Developed by: JIT SOLUTION