1. admim@mystiqueapi.com : admim :
  2. protidinerkantho@gmail.com : দৈনিক গ্রামের কণ্ঠ : দৈনিক গ্রামের কণ্ঠ
  3. : wp_update-1716554041 :
  4. : wpcron1de0bfd3 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

নৌকা ও ট্রাক প্রতীকের ৪ সমর্থককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শার্শা সংবাদদাতা
  • আপডেটের সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

যশোরের শার্শায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে নৌকা ও ট্রাক প্রতীকের প্রার্থীর চার সমর্থককে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।দণ্ডপ্রাপ্তরা হলো, নৌকার সমর্থক গোড়পাড়া গ্রামের আলমগীর হোসেন (৩৮), একই এলাকার আব্দুস সোবহান (৬২) ও পারুইঘুপি গ্রামের শামছুর রহমান (৭০) এবং স্বতন্ত্র ট্রাক মার্কা প্রতীকের সমর্থক গোড়পাড়া গ্রামের আশরাফুল আলম (৫২)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নিজামপুর, লক্ষণপুর এলাকার দেওয়ালে নিয়ম বহির্ভূতভাবে ব্যানার লাগানো, প্রতীক আলোকসজ্জাকরণ ও লিফলেট লাগানোর অপরাধে চার প্রার্থীর সমর্থকদের এ জরিমানা করা হয়।শার্শার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার তিন সমর্থককে ও ট্রাক প্রতীকের এক সমর্থককে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত শেখ আফিল উদ্দিন পেয়েছেন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন (ট্রাক প্রতীক), জাতীয় পার্টির (জাপা) আক্তারুজ্জামান লাঙ্গল প্রতীক পেয়েছেন।

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 LatestNews
Developed by: JIT SOLUTION