1. admim@mystiqueapi.com : admim :
  2. protidinerkantho@gmail.com : দৈনিক গ্রামের কণ্ঠ : দৈনিক গ্রামের কণ্ঠ
  3. : wp_update-1716554041 :
  4. : wpcron1de0bfd3 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

সাংবাদিক ওয়াজেদ খান ডবলুকে হত্যার হুমকি

আব্দুল খালেক
  • আপডেটের সময় রবিবার, ২৮ মে, ২০২৩

রোববার সকালে কেশবপুরে সাংবাদিক ওয়াজেদ খান ডবলুকে জীবনাশের হুমকি দেয়ার ঘটনায় সংশ্লিষ্ঠ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নং- ১৩৩৩, তাং- ২৮/০৫/২৩ ইং। যশোরের কেশবপুরে তৎকালীন পীচ কমিটির সেক্রেটারী অদুদ খা এবং তার পরিবারের সদস্য ভুমিদস্য মাসুদুজ্জামান খান গংদের বিরুদ্ধে এশিয়ান টিভি‘তে এবং পত্রিকায় খবর লেখা এবং জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই হুমকি দেয়া হয়।
থানায় ডায়েরী সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের চিহ্নিত যুদ্ধাপরাধী অদুদ খার ছেলে মাসুদুজ্জামান খান (৫৫), আয়ুব খান (৬০) ও সুলতানুজ্জামান খান (৫৭) ২৮ মে সকাল ১০ টার দিকে একই গ্রামের আব্দুল করিম খানের পুত্র সাংবাদিক ওয়াজেদ খান ডবলুকে তার বাসা থেকে ডেকে নিয়ে তাদের বিরুদ্ধে খবর লেখার জন্য তাকে প্রকাশ্যে বিভিন্ন ধরনের হুমকি দেয়। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে তারা তার বসত ভিটার জমির কিছু অংশ পাকা প্রচীর দিয়ে জোর পূর্বক দখলের চেষ্টা চালায়। এসময় বাঁধাদিলে তারা সাংবাদিক ওয়াজেদ খান ডবলুকে অকথ্য ভাষায় গালা-গালসহ জীবন নাশের হুমকি দেয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন কেশবপুরের পীচ কমিটির সেক্রেটারী চিহ্নিত যুদ্ধাপরাধী অদুদ খা, কেশবপুর পৌর সদরের যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল এলাকায় সরকারের শতকোটি টাকা মূল্যের প্রায় ১৮ বিঘা জমি জবর-দখল করে নেয়। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে স্থানীয় মুক্তিযোদ্ধারা অদুদ খাকে হত্যা করার পর, তার পরিবারের সদস্যরা একই ভাবে সরকারী ওই জমি জবর-দখল করে রেখেছে। ওই জমির আয় থেকে তারা ইতিমধ্যে কোটি টাকার মালিক বুনে গেছে। সাংবাদিক ওয়াজেদ খান ডবলু সরকারের মুল্যবান ওই সম্পত্তি উদ্ধারের জন্য টিভি‘সহ পত্রিকায় একাধিকবার খবর লেখায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। মুলত এরই জের ধরে তারা রোববার সকালে ওয়াজেদ খান ডবলুকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে বিভিন্ন ধরনের গালা-গালসহ জীবনাশের হুমকি দেয়। এঘটনায় কেশবপুরে সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সাংবাদিক ওয়াজেদ খান ডবলু রোববার এবাপারে কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

 

 

 

 

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 LatestNews
Developed by: JIT SOLUTION