1. admim@mystiqueapi.com : admim :
  2. protidinerkantho@gmail.com : দৈনিক গ্রামের কণ্ঠ : দৈনিক গ্রামের কণ্ঠ
  3. : wp_update-1716554041 :
  4. : wpcron1de0bfd3 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

২ লাখ টাকা ছিনতাই,অবশেষে আদালতের দ্বারস্থ

ঝিকরগাছা(যশোর)প্রতিনিধি
  • আপডেটের সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

যশোরের ঝিকরগাছায় দুই লাখ টাকা ছিনতাই হলেও মামলা নেয়নি থানা পুলিশ। ফলে বাধ্য হয়ে মঙ্গলবার ভুক্তভোগী একই উপজেলার আটুলিয়া গ্রামের আত্তাব আলী যশোর আদালতে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।আসামিরা হলো, আটুলিয়া গ্রামের কাহারপাড়ার রাসেল হোসেন, আজিজুর রহমান আজি, মেহেদী হাসান ও আবু সাইদ।মামলার বিবরণে জানা গেছে, আসামি রাসেল বাদী আত্তাব আলীর ছেলে ইমরান হোসেনের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে এক সাথে চলাফেরা করে। রাসেলের মাধ্যমে অপর আসামিদের সাথে ইমরানের পরিচয়। ২৩ ডিসেম্বর রাতে ইমরানের চাচাতো ভাই শাহিন ঝিকরগাছা বাজারে তার আড়ত থেকে দুই লাখ টাকা বাড়ি নিয়ে যেতে বলে। এসময় আসামি রাসেল আড়তে ইমরানের সাথে ছিরো। ইমরান টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময় আসামি রাসেল অপর আসামিদের সাথে যোগাযোগ করে তাদের পথে অবস্থান নিতে বলে। এরমধ্যে আসামি রাসেলের মোবাইলে টাকা শেষ হয়ে গেছে বলে গোয়ালহাটি গ্রামে রিচার্জের কথা বলে নিয়ে যায়। পথিমধ্যে সিরাজুল ইসলামের বাড়ির পিছনে ফাঁকা রাস্তায় পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামিরা গতিরোধ করে। এরপর ইমরানকে মারধর করে কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ইমরানের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার ও স্বজনদের সংবাদ দেয়। গুরুতর আহত ইমরানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এই মামলা করেছেন।

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 LatestNews
Developed by: JIT SOLUTION